বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | B.Ed admission circular 2024
বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | B.Ed admission circular 2024 open University
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশক:-
https://www.bou.ac.bd/SOE/BED ওয়েবসাইটে সম্প্রতি বিএড ভর্তি কোর্স নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের সময় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে হতে পারে।বিএড ভর্তি কোর্স মূলত ১ বছরের।টোটাল ক্রেডিট আওয়ার হলো 62।
বিএড কি
বিএড বা ব্যাচেলর অব এডুকেশন হলো এক বছর মেয়াদি শিক্ষা বিষয়ক স্নাতক ডিগ্রী।যারা শিক্ষকতা পেশাকে গ্রহণ করতে চান বা গ্রহণ করতে ইচ্ছুক, তারাই মূলত বি এড (Bachelor of education) কোর্স করে থাকেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি যোগ্যতা | B.Ed admission 2024 Open University
বাংলাদেশ বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিএড ভর্তি পরীক্ষার জন্য আবেদনযোগ্য বলে বিবেচিত হবে।
বিএড ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদনের শুরুর তারিখ:-এখনো প্রকাশিত হয়নি
- আবেদনের শেষ তারিখ:-এখনো প্রকাশিত হয়নি
- প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ:-এখনো প্রকাশিত হয়নি
- অনলাইনে প্রবেশপত্র তোলার তারিখ:-এখনো প্রকাশিত হয়নি
- ভর্তি পরীক্ষার তারিখ:-এখনো প্রকাশিত হয়নি
- ভর্তি পরীক্ষার সময়:-এখনো প্রকাশিত হয়নি
- ভর্তি পরীক্ষার স্থান:-এখনো প্রকাশিত হয়নি
- বিএড ভর্তি পরীক্ষার আবেদন ফি
- আবেদন ফি:-৬০০(ছয়শত)টাকা
বিএড ভর্তি পরীক্ষা পদ্ধতি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন(MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
ভর্তি পরীক্ষার বিষয় এবং মানবন্টন
- বাংলা-২৫ নাম্বার
- গণিত-২৫ নাম্বার
- ইংরেজি -২৫ নাম্বার
- সাধারণ জ্ঞান-২৫ নাম্বার
সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ সম্পর্কিত বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি থেকে প্রশ্ন থাকবে।
বিএড ভর্তির আবেদনের ওয়েবসাইট
বিএড ভর্তি আবেদন প্রক্রিয়া
- আপনার ওয়েবসাইটে যেকোন ব্রাউজারে গিয়ে এড্রেসবার এ http://osapsnew.bou.ac.bd
- টাইপ করে ব্রাউজ করুন।অথবা উপরে দেওয়া লিংকে ক্লিক করে Chrome ব্রাউজার ওপেন করুন।
- Offered Programs সেকশনের অধীনে School of Education(SOE) ক্লিক করুন।এরপর বিএড প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now ক্লিক করুন।
- এই পর্যায়ে বিএড ভর্তি আবেদনের জন্য নির্দেশাবলী দেখাবে।তারপর Apply Now বাটনে ক্লিক করুন।এরপর আবেদন ফরমটির General Information ধাপটি সঠিকভাবে পূরণ করে Next এ ক্লিক করুন।
- Personal Information সঠিকভাবে পূরণ করার পর আপনার সদ্য তোলা (300*300 JPG Format) এর ছবি এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর (300*100 JPG Format) এ আপলোড করুন এবং Next এ ক্লিক করুন।
- পরবর্তী ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতা Academic Information এ এবং অভিজ্ঞতা থাকলে Professional Information যথাযথভাবে পূরণ করুন।এরপর আপনার প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্রগুলো এবং অভিজ্ঞতারপত্র(যদি থাকে) আপলোড করে Finish বাটনে ক্লিক করুন।
- সঠিকভাবে পরম পূরণ করার পর আপনার মোবাইলে SMS এ এবং Email এ Temporary user ID ও password পাঠানো হবে।অনলাইনে ফি জমা দেওয়ার জন্য proceed to payment বাটনে ক্লিক করে Online Payment Gateway থেকে যেকোনো একটিতে ফি জমা দেওয়া যাবে৷
- সঠিকভাবে ফি জমাদান শেষে Payment has been completed successfully মেসেজটি প্রদর্শিত হবে এবং এসএমএস এবং ইমেইলের মাধ্যমে আপনাকে অবহিত করা হবে।
বিএড প্রোগ্রামে ভর্তির মূল আবেদন ফি ৬০০ টাকা৷তবে এক্ষেত্রে অনলাইন চার্জ আবেদনকারী নিজে বহন করবে।
অনলাইন ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য অথবা পরামর্শ কিংবা অভিযোগের জন্য OSAPS এর হেল্পলাইন নম্বরে অথবা ইমেইলে যোগাযোগ করুন।
হেল্পলাইন নম্বর হল:- 01635832845
01907451612
ইমেইল:-help.osaps@bou.ac.bd
যোগাযোগের সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত৷রবিবার থেকে শুক্রবার এর মধ্যে।
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর যোগ্য শিক্ষার্থীদের তালিকা বাউবির ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং প্রার্থীকে SMS এর মাধ্যমেও নিশ্চিত করা হবে।
আরোও পড়ুন:-
ফার্মেসি কোর্স ২০২৪ ভর্তি বিজ্ঞপ্তি
বিএড ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক তালিকা প্রকাশ
শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ভিত্তিক পয়েন্টের ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে আবেদনকারীদের মধ্যে থেকে সিলেক্টেড শিক্ষার্থীর তালিকা নির্দিষ্ট তারিখে প্রকাশ করা হবে।
এছাড়াও প্রার্থীর মোবাইল এসএমএস এবং বাউবির অফিসিয়াল ওয়েবসাইট(www.bou.edu.bd)এ ভর্তি পরীক্ষার তারিখ এবং স্থানসহ বিস্তারিত জানানো হবে।
বাউবি বিএড পরীক্ষার্থীদের কোটাসমূহ
৫% কৌটা মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র- নৃগোষ্ঠী এবং শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী এবং তাদের পৌষ্যদের জন্য সংরক্ষিত থাকবে।এক্ষেত্রে যথাযথ সনদপত্র সমূহ অনলাইনে আবেদনের প্রিন্ট কপির সাথে যুক্ত করতে হবে যা ডিন,স্কুল অব এডুকেশন, বাউবি,গাজীপুর-১৭০৫ বরাবর প্রেরণ করতে হবে।
বাউবি বিএড ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
যেকোনো ব্রাউজারে osaps.bou.edu.bd এই URL লিখে ক্লিক করুন।
এরপর Login এ ক্লিক করে USER ID এবং PASSWORD দিন এবং Enter বাটনে ক্লিক করুন।ভর্তি পরীক্ষার দিন আপনার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।তাই প্রবেশপত্র প্রিন্ট করে রাখুন।
বিএড কোর্স কেন করব
Bachelor of Education বা B.Ed হলো শিক্ষা বিষয়ক স্নাতক ডিগ্রী যা মূলত শিক্ষকতা পেশাকে যারা গ্রহণ করতে চান বা শিক্ষকতা পেশায় জড়িত তাদের জন্য।বাংলাদেশের সকল ধরনের সরকারি এবং বেসরকারি স্কুলে ও কলেজে এই ডিগ্রি ধারী শিক্ষকদের বেতন দ্বিতীয় স্কেলে প্রধান করা হয়ে থাকে।
B.Ed admission 2024 last date
এখানো প্রকাশিত হয়নি
আরোও পড়ুন:-
প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
বিএড কোর্সের খরচ
বিএড কোর্সের ভর্তি ফি(১ বছর মেয়াদি) ৪ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৪২৭৫ টাকা এককালীনভাবে পরিশোধ করতে হয় ও বেসরকারি কলেজ গুলোর ক্ষেত্রে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের তুলনায় বেশি খরচ হয়ে থাকে।
B.Ed full form
Bachelor of education
সরকারি বিএড কলেজের তালিকা | B.Ed Government College
কয়েকটি প্রধান সরকারি বিএড কলেজের তালিকা সমূহ নিয়েছে দেওয়া হল
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,ধানমন্ডি,ঢাকা
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,ফরিদপুর
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ(মহিলা),সদর,ময়মনসিংহ
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,পাবনা
- সরকারি আ:রব সেরনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ,সদর,বরিশাল
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,রাজশাহী
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,খুলনা
- সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ,সদর,রংপুর
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,কোটবাড়ি কুমিল্লা
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,যশোর
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,ফেনী
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,বাকলিয়া,চকবাজার,চট্টগ্রাম
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,সিলেট
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,ময়মনসিংহ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট,বোর্ডবাজার,গাজীপুর
আজকে আর্টিকেলের বিএড ডিগ্রি সম্পর্কিত সকল ধরনের তথ্য সমূহ নিয়ে আলোচনা করেছি।এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএড কোর্সে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে রেজাল্ট দেখবেন সবকিছু নিয়েই বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি।আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।